বাংলা

ইয়েমেনি নেতৃত্বে , ইয়েমেনের সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার আহ্বান চীনের

CMGPublished: 2024-11-14 20:19:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: ইয়েমেনের রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন ইয়েমেনি নেতৃত্বে তাদের নিজস্ব সমন্বিত প্রচেষ্টায় রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়া। বুধবার জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং এ আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনি ব্যক্তি এবং সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়ানোর প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান কেং।

একই দিনে, নিরাপত্তা পরিষদে রেজোলিউশন ২৭৫৮গৃহীত হয়। এতে ইয়েমেনে নির্দিষ্ট ব্যক্তি এবং সত্তার উপর আরোপিত নিষেধাজ্ঞা ১২ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় এবং বিশেষজ্ঞদের প্যানেল এর ইয়েমেন নিষেধাজ্ঞা কমিটিকে ১৩ মাসের জন্য সহায়তা করার সিদ্ধান্ত হয়।

নিরাপত্তা পরিষদের বৈঠকে, জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং, প্রস্তাব গৃহিত হওয়ার ভোটের সময় চীনের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ইয়েমেনে শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে এবং লোহিত সাগরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে, এ প্রেক্ষাপটে ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এক বছরের জন্য বাড়ানোর নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছিল প্রয়োজনীয় ও যথাযথ।

চীনা দূত জোর দিয়ে বলেন, বিশেষজ্ঞদের প্যানেল নিষেধাজ্ঞা কমিটির কাজের একটি অবিচ্ছেদ্য অংশ, এটি যে প্রতিবেদন জমা দেয় তা কমিটির আলোচনার জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কাজ করে।

কেং শুয়াং বলেন, লোহিত সাগরে উত্তেজনা গাজা সংঘাতের একটি স্পিলওভার। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য এবং লোহিত সাগর, লেবানন ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্ত এলাকাসহ আঞ্চলিক উত্তেজনাকে কার্যকরভাবে কমাতে নিরাপত্তা পরিষদকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণে সহায়তা করার জন্য সমস্ত প্রাসঙ্গিক পক্ষকে আহ্বান জানায় চীন।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn