বাংলা

লিমায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নির্মাণ করছে চীন

CMGPublished: 2024-11-14 20:21:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: পেরুর রাজধানী লিমায় চীনা কোম্পানির তৈরি একটি বড় আকারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ সম্পন্ন হতে চলেছে। ২০২৫ সালের শুরুর দিকে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সম্প্রতি চায়না ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক কর্পোরেশন জানাল এ খবর।

লিমায় অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে ২০১৭ সালে হুয়াইকোলোরো নদী উপচে পড়ে। ওই সময় নদীর তীরবর্তী ৩০ হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়।

চায়না ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক কর্পোরেশনের নির্মিতব্য সাড়ে ১০ কিলোমিটারের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্প ব্যবস্থাপক লিউ হোংমিন জানান, এল নিনোর মতো চরম আবহাওয়া আকস্মিক বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণ। তাই, এই ধরনের একটি প্রকল্প পেরুতে চালু করা হয় বলে জানান তিনি।

চীনা কোম্পানিটি পেরুতে জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ, রাস্তা, সেতু, বিদ্যুৎ সঞ্চালন এবং খনিসহ আরও কিছু ক্ষেত্রে প্রায় ২০টি প্রকল্প সম্পন্ন করেছে।

এদিকে, তৃতীয়বারের মতো এপেক-২০২৪ সম্মেলনে সভাপতিত্ব করছে পেরু। দেশটির ৫টি প্রধান শহরে এ নিয়ে ১৬০টি বৈঠক হওয়ার কথা রয়েছে। ১৫-১৬ নভেম্বর অ্যাপেকের অর্থনীতি বিষয়ক নেতাদের বৈঠকের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

পেরুর জাতীয় অবকাঠামো বিষয়ক মন্ত্রী হারনান ইয়াপেন আরেস্তেগুই বলেছেন, এপেক সভা পেরুর জন্য গুরুত্বপূর্ণ ঘটনা, এবং আমাদের ভালো বন্ধু চীনসহ বাকি দেশগুলোর বিনিয়োগের জন্য আমরা অপেক্ষা করছি।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn