চীনে হালকা শিল্প প্রতিষ্ঠানের মুনাফা ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: জানুয়ারি-সেপ্টেম্বরের মধ্যে চীনে নির্ধারিত আকারের (বছরে কমপক্ষে ২ কোটি ইউয়ান আয় আছে এমন সংস্থা) হালকা শিল্প প্রতিষ্ঠানের মোট মুনাফা ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। চায়না ন্যাশনাল লাইট ইন্ডাস্ট্রি কাউন্সিলের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চীনে কেনাকাটা বাড়ানোর লক্ষ্যে সহায়ক নীতি—যেমন ভোক্তা পণ্য বাণিজ্য কর্মসূচির কারণেই হালকা শিল্প অর্থনীতি মসৃণভাবে কাজ করছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্যের বাজারও ক্রমশ বাড়ছে, উঠে আসছে বিনিয়োগ।
প্রথম ৯ মাসে নির্ধারিত আকারের হালকা শিল্প প্রতিষ্ঠানের রাজস্ব আয় ১৬ দশমিক ৫২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এতে মুনাফার পরিমাণ ১ দশমিক ০২ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ২ শতাংশ বেশি।
চীনে গৃহস্থালী ফ্রিজার, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটরের উৎপাদন বৃদ্ধির হার যথাক্রমে ১৪, ৮ ও সাড়ে ৭ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে, পেপারমেকিং, ব্যাটারি এবং আসবাবপত্রের মতো শিল্পগুলো দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রেখেছে।
চীনে হালকা শিল্পের বাজারের আকার স্থিতিশীলভাবেই বাড়ছে। এ খাতে ৯ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৬৮২ দশমিক ১৬ কোটি ডলার। এটিও আগের বছরের চেয়ে ২.৬ শতাংশ বেশি।
ফয়সল/শান্তা