সমুদ্রের লবণাক্ততা শনাক্তে স্যাটেলাইট পাঠাল চীন
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার সমুদ্রের লবণাক্ততা শনাক্তকরণের জন্য একটি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে চীন। বৃহস্পতিবার স্যাটেলাইটটি পাঠানো হয় বলে জানিয়েছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)।
লং মার্চ-৪বি ওয়াই ৫৩ ক্যারিয়ার রকেটে করে বেইজিং সময় সকালে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সফলভাবে এটি তার পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি ছিল লং মার্চ সিরিজের রকেটের ৫৪৫তম ফ্লাইট মিশন।
স্যাটেলাইটটি চীনের বৈশ্বিক সামুদ্রিক লবণাক্ততা শনাক্তকরণ সক্ষমতার সূচনা করবে। সেইসঙ্গে সমুদ্রের গতিশীলতা এবং পরিবেশগত উপাত্ত সংগ্রহের পরিমাণ বাড়াবে। আবার এটি চীনের সামুদ্রিক পূর্বাভাসজনিত প্রযুক্তিগুলোর নির্ভুলতাও বাড়াবে বলে জানিয়েছে সিএনএসএ।
স্যাটেলাইটটি সমুদ্রের পানি-চক্রের পর্যবেক্ষণ, স্বল্পমেয়াদি জলবায়ু পূর্বাভাস এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন গবেষণাকেও সমর্থন করবে। এটি কৃষি, দুর্যোগ প্রশমন, আবহাওয়াবিদ্যায় গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
ফয়সল/শান্তা
তথ্য: চায়না ডেইলি, ছবি: সিসিটিভি