চীন-ইউরোপে ২৫ হাজারেরও বেশি মালবাহী ট্রেন ট্রিপ পরিচালনা করে রেকর্ড সি’আনে
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের প্রাদেশিক রাজধানী সি’আন থেকে চীন-ইউরোপের ২৫ হাজারটিও বেশি মালবাহী ট্রেন ট্রিপ পরিচালনা করা হয়েছে। চীনা শহরগুলোর মধ্যে যা একটি রেকর্ড।
চলতি বছরের প্রথম ৯ মাসে শহরটিতে ৪ হাজারেরও বেশি চীন-ইউরোপের মালবাহী ট্রেন পরিচালনা করেছে এবং এতে করে প্রায় ৪৬ লাখ টন পণ্য ইউরোপে গেছে।
প্রাচীন সিল্ক রোডের সূচনা বিন্দুখ্যাত সি’আন এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ নোডে পরিণত হয়েছে।
সি’আন আন্তর্জাতিক বন্দর স্টেশন ১৮টি নিয়মিত আন্তর্জাতিক রুট পরিচালনা করছে। এখান থেকে পণ্য কাজাখস্তানের আলমাটি, উজবেকিস্তানের তাসখন্দ এবং জার্মানির হামবুর্গে পৌঁছায়। কাস্পিয়ান সাগর অতিক্রম করে সমগ্র ইউরেশীয় মহাদেশজুড়ে রয়েছে এর বিস্তৃতি।
চীন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সংযোগকারী ক্রস-বর্ডার চায়না-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবাটি আনুষ্ঠানিকভাবে ‘চায়না রেলওয়ে এক্সপ্রেস’ নামে পরিচিত। ২৫টি দেশের ২২২টি ইউরোপীয় শহরের সঙ্গে চীনা শহরগুলোকে সংযুক্ত করেছে এ পরিষেবা।
২০১১ সালে শুরু হওয়া চীন-ইউরোপ রেল পরিষেবা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি উল্লেখযোগ্য অংশ।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি