বাংলা

চুহাই এয়ারশোতে আত্মপ্রকাশ করেছে চীনের নতুন মানুষবিহীন আকাশযান

CMGPublished: 2024-11-13 20:23:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্বভাবে তৈরি অ্যান্টি-সাবমেরিন উইং লুং-এক্স ইউএভি (মানুষবিহীন আকাশযান) মঙ্গলবার কুয়াংতোং প্রদেশের চুহাইতে চলমান ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন এবং এরোস্পেস প্রদর্শনীতে প্রথমবারের মতো সামনে আনা হয়েছে।

উইং লুং-এক্স বর্তমানে চীনের বৃহত্তম এবং সবচেয়ে ভারী সশস্ত্র রিকনেসান্স এবং স্ট্রাইক ইউএভি। এর দীর্ঘ সহনশীলতা এবং একাধিক পেলোড বিকল্পসহ বিভিন্ন ক্ষমতা রয়েছে। এটি ৪০ ঘন্টা পর্যন্ত উড়তে পারে এবং দশহাজার মিটার উচ্চতায় পৌঁছাতে পারে।

ইউএভি-তে একটি দ্রুত প্রতিক্রিয়া বৈশিষ্ট্যও রয়েছে, যা এটিকে মিশনের প্রয়োজনের ভিত্তিতে দ্রুত কনফিগারেশন এবং পেলোড পরিবর্তন করতে সক্ষম করেছে।

উইং লুং-এক্স ছাড়াও, চীনের বিমান বাহিনী আরও দুটি নতুন রিকনেসান্স এবং স্ট্রাইক ইউএভি প্রথমবারের মতো সামনে এনেছে।

এগুলো কৌশলগত রিকনেসান্স, নজরদারি এবং স্ট্রাইক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এগুলোর ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর, সিন্থেটিক অ্যাপারচার রাডার এবং যোগাযোগ রিকনেসান্স বহন করার ক্ষমতা রয়েছে। ফলে এগুলো স্থল এবং সমুদ্রে স্থির এবং চলমান বস্তুকে লক্ষ্য করতে সক্ষম।

এয়ার শো চায়না নামে পরিচিত ১৫তম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন এবং এরোস্পেস প্রদর্শনী, মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত চলবে।

শান্তা/শুভ

Share this story on

Messenger Pinterest LinkedIn