বাংলা

প্রাচীন শহরে গণবিয়ে

CMGPublished: 2024-11-12 19:25:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের হুনান প্রদেশের ফ্যংহুয়াং প্রাচীন শহরে সোমবার এক জাঁকজমকপূর্ণ গণবিয়ের আয়োজন করা হয়।

হুনান প্রদেশের সিয়াংসি থুচিয়া এবং মিয়াও স্বায়ত্তশাসিত প্রিফেকচারের একটি প্রাচীন শহর ফ্যংহুয়াং। এখানে থুচিয়া এবং মিয়াও জাতিগোষ্ঠীর মানুষরা বাস করেন। স্থানীয় ঐতিহ্যবাহী লোকজ রীতিতে এখানে গণবিয়ে অনুষ্ঠানে অংশ নিতে সারা চীন থেকে শতাধিক যুগল আসেন।

নৌকায় করে অনুষ্ঠানস্থলে পৌছান যুগলরা। কনেরা চীনের বিয়ের ঐতিহ্যবাহী লাল রঙের পোশাক পরেন। বরদের পরনে ছিল কালো-লালের কম্বিনেশনে তৈরি ঐতিহ্যবাহী পোশাক।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn