বাংলা

প্রবৃদ্ধি বজায় রেখেছে চীনের সামগ্রিক অর্থায়ন

CMGPublished: 2024-11-12 18:55:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মোট সামাজিক অর্থায়ন অক্টোবরে উচ্চ প্রবৃদ্ধি বজায় রেখেছে। প্রবৃদ্ধিমূলক বিভিন্ন আর্থিক নীতি ধীরে ধীরে কার্যকর হচ্ছে দেশটিতে। সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে এ তথ্য।

পিপলস ব্যাংক অব চায়নার তথ্যানুযায়ী, অক্টোবরের শেষে চীনে বকেয়া সামগ্রিক সামাজিক অর্থায়ন ৪০৩ দশমিক ৪৫ ট্রিলিয়ন ইউয়ানে (প্রায় ৫৫ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলার) দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৮ শতাংশ বেশি।

এর মধ্যে প্রকৃত অর্থনীতির জন্য বকেয়া ইউয়ান ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৫১ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান। এটিও আগের বছরের চেয়ে ৭.৭ শতাংশ বেশি।

এ সময়ে নতুন সরকারি বন্ড ইস্যু এবং বিল অর্থায়নও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সেপ্টেম্বরের শেষের দিক থেকে চীনে বেশ কয়েকটি নীতি বাস্তবায়িত হয়েছে, যেমন রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও, সুদের হার, এবং বিদ্যমান গৃহ ঋণের বন্ধকী হার কমানো এবং পুঁজিবাজারকে সমর্থন করার জন্য একটি বিশেষ পুনঃঋণ সুবিধা চালু করা হয়েছে। এতে শুধু চীনের আর্থিক বাজারের আস্থাই বাড়েনি, বাস্তব ফলাফলও দেখা গেছে।

চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পার্চেজিং এবং ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (এনবিএস)-এর যৌথভাবে প্রকাশিত তথ্য অনুসারে অক্টোবরে, চীনের উৎপাদন খাতের ক্রয় পরিচালক সূচক (পিএমআই) ৫০ দশমিক ১ শতাংশে ফিরে এসেছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn