চীন থেকে আরও বেশি কারিগরি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদের
নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক : চীন থেকে আরও বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আরএমজি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্ত্বেও অলিম্পিক খেলায় কোন স্বর্ণপদক অর্জন করতে পারে নাই। অলিম্পিক খেলায় খেলোয়াড়দের ভালো করতে চীন-বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চাই। তিনি বলেন, চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- চীনা দূতাবাস