বাংলা

চুহাই এয়ারশোয় আসছে চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম

CMGPublished: 2024-11-12 19:08:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাইতে অনুষ্ঠিত হতে যাওয়া চুহাই এয়ারশোতে বিভিন্ন স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করা হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া থেকে এ এয়ারশো চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

এ শো’তে চীনের প্রতিরক্ষা রসঞ্জামের তালিকায় যুক্ত হলো এলওয়াই-৭০ ফিল্ড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এতে আছে দুই ধরনের লঞ্চার, যেগুলো একইসঙ্গে দুটি ভিন্ন ক্যালিবারের ১৪টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে।

এটি চারটি এলওয়াই-৭০ এয়ার-ডিফেন্স মিসাইল দিয়ে সজ্জিত, যার একটির লক্ষ্যভেদ করার রেঞ্জ ৪০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া ছয়টি ছোট লঞ্চার এফবি-১০এ এয়ার-ডিফেন্স মিসাইলও ধারণ করতে পারবে, যেগুলো ১৮ কিলোমিটার রেঞ্জে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।

সিস্টেমটিতে সক্রিয় রাডার এবং প্যাসিভ ইনফ্রারেড সিস্টেম রয়েছে। দুটি প্রযুক্তি কাজ করবে একযোগে। এটি স্ট্যাটিক ও ডায়নামিক দুই ধরনের অপারেশন চালাতে সক্ষম, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে কিংবা ভ্রাম্যমাণ অবস্থায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে এটি। ৪০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে চলমান একটি বহরকে সুরক্ষা দিতেও এই সিস্টেমটি সক্ষম বলে জানিয়েছেন শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজির প্রকৌশলী ইয়াং কুয়াং।

উপরন্তু, এই এয়ার ডিফেন্স ব্যবস্থায় থাকা রাডারটি কাজ করতবে সাইলেন্ট মুডে, যাতে করে সহজে এটি কোনো ড্রোনের চোখে ধরা পড়বে না।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn