বাংলা

এক রকেটে ১৫ স্যাটেলাইট কক্ষপথে পাঠালো চীন

CMGPublished: 2024-11-11 19:30:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: লিচিয়ান-১ ওয়াই৫ বাণিজ্যিক ক্যারিয়ার রকেটে করে এক সঙ্গে ১৫টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠালো চীন।

সোমবার বেইজিং সময় দুপুর ১২টা তিন মিনিটে উত্তর-পশ্চিম চীনের একটি বাণিজ্যিক মহাকাশ বিজ্ঞান নতুন উদ্ভাবনী পাইলট জোন থেকে উৎক্ষেপণ করা হয় এ রকেটটি। চিলিন-১ কাওফেন সিরিজ, ইউনইয়াও-১ সিরিজ, সিকুয়াং-১ সিরিজসহ এবং ওমানের জন্য একটি রিমোট সেন্সিং উপগ্রহকে কক্ষপথে পাঠানো হয়।

লিচিয়ান-১ ওয়াই৫ ক্যারিয়ার রকেটটি একটি নতুন ধরনের রকেট যা চীন তৈরি করেছে। এটি ছোট উপগ্রহ বা পেলোড মহাকাশে পাঠাতে ব্যবহৃত হয়।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া

Share this story on

Messenger Pinterest LinkedIn