বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার শিরোপা চীনের
নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস (ডব্লিউটিটি) প্রতিযোগিতায় আধিপত্য দেখালো চীন। পুরুষ ও নারী এক ক্যাটাগরিতে শিরোপা জয় লাভ করেছে দেশটি।
রোববার ফ্রাঙ্কফুর্টে চীনের লিন শিতোং এবং ওয়াং মান্যু যথাক্রমে পুরুষ ও নারী একক শিরোপা জিতেছেন।
ফাইনালে লিন সুইডেনের অ্যান্টন কেলবার্গকে ১১-৫, ১১-৭, ১১-৯, ৮-১১, ১১-৮ সেটে পরাজিত করেন। অন্যদিকে নারীদের একক ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই চীনা খেলোয়াড়। শিরোপার লড়াইয়ে ওয়াং মান্যু স্বদেশী ওয়াং ইয়িতিকে ১১-৭, ১০-১২, ১১-৩, ৭-১১, ১১-৮, ১১-৮ সেটে পরাজিত করে শিরোপা নিজের করে নেন।
শুভ/শান্তা
তথ্য ও ছবি: সিজিটিএন