কাজ করছে চীনের পাঠানো বিশ্বের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই স্যাটেলাইট
এর আগে এমন এআই স্যাটেলাইট পাঠানো হয়নি কক্ষপথে। তাই স্যাটেলাইটটি যেন ঠিকঠাক কাজ করে সেটা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল এডিএ স্পেসের গবেষকদের জন্য।
ওয়াং লেই আরও জানালেন, ‘মহাকাশের তুলনায় মাটিতে শক্তি, বিল্ডিং কাঠামো, তাপমাত্রা, আর্দ্রতা, ওজন এবং অন্যান্য বিষয়গুলি নিয়ন্ত্রণ করা সহজ। স্যাটেলাইটটির জন্য উপযুক্ত বোর্ড, মাইক্রোচিপ, ইউনিট ইন্টারফেস, এবং প্রোটোকল সংযোজন করার কাজগুলো প্রযুক্তিগত দিক দিয়ে বেশ চ্যালেঞ্জের ছিল।’
এ ধরনের এআই স্যাটেলাইট কক্ষপথে নিয়ে যাওয়ার পর, চীনা গবেষণা দলটির সামনের লক্ষ্য এখন আরও বড়। এআই স্যাটেলাইট ব্যবহার করে নক্ষত্র গণনা করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা। ২০৩০ সালের মধ্যে ২৮০০টি কম্পিউটিং স্যাটেলাইট সমন্বিত একটি "মোবাইল" নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি