বাংলা

দ্রুত এগিয়ে যাচ্ছে চীনের প্রযুক্তি খাত

CMGPublished: 2024-11-10 16:52:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তিগত উদ্ভাবন এবং উৎপাদন খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির স্টেট ট্যাক্সেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশিত সর্বশেষ মূল্য সংযোজন কর (ভ্যাট) ইনভয়েস ডেটা থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম দশ মাসে দেশটির উচ্চ-প্রযুক্তি শিল্পের বিক্রয় রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশেষ করে, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কারগুলোকে ব্যবহারিক প্রযুক্তিতে রূপান্তর এবং তথ্য প্রযুক্তি পরিষেবার বিক্রয় যথাক্রমে ২৭ শতাংশ এবং ১২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ডিজিটাল অর্থনীতির প্রধান শিল্পের বিক্রয়ও গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া প্রথম দশমাসে ডিজিটাল প্রযুক্তি অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল কন্টেন্ট ও মিডিয়া খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ডিজিটাল প্রযুক্তি অ্যাপ্লিকেশন খাতের বিক্রয় রাজস্ব, ডিজিটাল কন্টেন্ট এবং মিডিয়া বিক্রয় রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১ শতাংশ এবং ১৪ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রযুক্তি খাতের পাশাপাশি উৎপাদন খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। উৎপাদন খাতে বিক্রয় রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

বিশেষ করে, কম্পিউটার উৎপাদন, যোগাযোগ এবং রাডার সরঞ্জাম উৎপাদন, ইনটেলিজেন্ট সরঞ্জাম উৎপাদনের বিক্রয় রাজস্ব যথাক্রমে ১৬ দশমিক ৪ শতাংশ, ২১ দশমিক ৬ শতাংশ এবং ১১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রযুক্তি খাতের এই দ্রুত বৃদ্ধি চীনের অর্থনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn