বাংলা

শতাধিক চুক্তি স্বাক্ষর সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলায়

CMGPublished: 2024-11-10 17:07:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: চলমান সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা-সিআইআইই বেশক’টি চুক্তি স্বাক্ষরের সাক্ষী হয়ে থাকলো, যা চীনের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বিনিময় প্লার্টফর্ম হিসেবে কাজ করছে।

শুক্রবার মেলার সাইডলাইন অনুষ্ঠানে বড় খুচরা ক্রেতা জোটের সঙ্গে শাংহাই ট্রেড গ্রুপের ক্রয়াদেশ চুক্তি সম্পন্ন হয়। যার মধ্যে ২৬টি প্রকল্প সাইটেই স্বাক্ষরিত হয় এবং খাদ্য, ভোগ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য খাতে আরও ৫৬টি প্রকল্পে ‘ক্রয়- ইচ্ছা’ প্রকাশ করা হয়েছে। যার মোট ক্রয়চুক্তির মূল্য তিন দশমিক সাত বিলিয়ন ইউয়ান।

চলতি বছর শাংহাই ট্রেডিং গ্রুপের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ শাখা ক্রয়াদেশ সংখ্যায় নতুন রেকর্ড স্থাপন করেছে। তারা মোট ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার মূল্যের ১৩৬টি ক্রয়াদেশ নিশ্চিত করেছে। আরও সাতটি প্রতিষ্ঠান ১০০ মিলিয়ন ডলারের পণ্য কেনার আগ্রহ দেখিয়েছে।

এখন পর্যন্ত ১২৯টি দেশ ও অঞ্চলের ৩ হাজার ৪৯৬ প্রদর্শক এসেছেন সপ্তম সিআইআইই মেলায়। এটি চলবে রোববার পর্যন্ত। বিশ্বের ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির ২৯৭টি এবং শীর্ষস্থানীয় শিল্পউদ্যোক্তার অংশগ্রহণের এই আয়োজন এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে।

রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn