বাংলা

চীন-ইতালির বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে শতাধিক বিনিময়ের সুযোগ

CMGPublished: 2024-11-10 17:03:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা বিনিময় আরও গভীর করতে ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলোয় ১০০টিরও বেশি বিনিময় সুযোগ দেবে চীন। শনিবার চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিনপেং বলেছেন এ কথা।

বেইজিংয়ে চীন-ইতালি ইউনিভার্সিটি রেক্টরস সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াই এ ঘোষণা দেন। তিনি বলেন, চীন এই ইভেন্টে অংশগ্রহণকারী ২২টি ইতালীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে কমপক্ষে পাঁচটি পূর্ণাঙ্গ বৃত্তিতে শিক্ষার্থী বিনিময়ের সুযোগ দেবে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং ইতালির বিশ্ববিদ্যালয় ও গবেষণা মন্ত্রণালয় যৌথভাবে সংলাপটির আয়োজন করে। উভয় দেশের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে, চীনে ইউরোপীয় যুব বিনিময় দ্বিগুণ করার জন্য একটি উচ্চস্তরের ইতালীয় উদ্যোগ চালু হয়, এবং বেশ কয়েকটি চীনা ও ইতালীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা কেন্দ্র ও ক্যাম্পাস নির্মাণের চুক্তি স্বাক্ষর করে।

হুয়াই উল্লেখ করেছেন, ইতালিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চীনের শিক্ষার্থীই সবচেয়ে বেশি। আবার চীনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সেরা পাঁচ ইউরোপীয় দেশের মধ্যে ইতালি রয়েছে।

এখন পর্যন্ত দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে ৪৫টি সহযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং প্রোগ্রামের পাশাপাশি ৯টি আন্তর্জাতিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছে।

এই বছর চীন-ইতালির ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। গত দুই দশকে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষা বিনিময়।

অনুষ্ঠানে ইতালীয় বিশ্ববিদ্যালয়ের রেক্টরদের সম্মেলনের বোর্ড সদস্য টিজিয়ানা লিপিয়েলো বলেন, ‘৭০০ বছরেরও বেশি আগে, মার্কো পোলোর ভ্রমণে চীন ও পশ্চিমা সভ্যতা সংযুক্ত হয়েছিল। ভবিষ্যতের দিকে তাকিয়ে, পারস্পরিক শ্রদ্ধার চেতনা এবং সংলাপ ও সহযোগিতার বিনিময় অব্যাহত রাখা এবং উভয় দেশের তরুণদের জন্য আরও সুযোগ তৈরি করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn