বাংলা

চারটি পিয়েসাট-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন

CMGPublished: 2024-11-09 21:16:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার চারটি পিয়েসাট-২ স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে চীন।

স্যাটেলাইটগুলো লং মার্চ-২সি ক্যারিয়ার রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছে এবং এগুলো সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এ উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৪৪তম ফ্লাইট মিশন।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn