ইতালির প্রেসিডেন্ট ও তার মেয়ের সঙ্গে প্রেসিডেন্ট সি ও তার স্ত্রীর কনসার্টে অংশগ্রহণ
নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রেসিডেন্ট সি চিনপিং এবং স্ত্রী পেং লিইউয়ান সফররত ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা ও তার মেয়ে লরা মাতারেলার সঙ্গে একটি কনসার্টে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসের এই কনসার্টে যোগ দেন তারা।
কনসার্টটিতে বিখ্যাত ইতালীয় অপেরা সুরকার গিয়াকোমো পুচিনির শৈল্পিক সৃষ্টি উপস্থাপনা করা হয়। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয় এবং ইতালীয় দূতাবাস যৌথভাবে এই কনসার্টের আয়োজন করে। এতে চীন ও ইতালির শিল্পীরা পারফর্ম করেন।
প্রেসিডেন্ট সি’র আমন্ত্রণে ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করছেন ইতালির প্রেসিডেন্ট। চলতি বছর চীন-ইতালির ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীকে কেন্দ্র করে তার এই সফর।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি