চীনে নতুন প্রজাতির বুনো মাশরুমের সন্ধান
নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি ইউনিভার্সিটি অব টেকনোলজির একটি গবেষণা দল সম্প্রতি ছিনবা পর্বত এলাকার একটি অভয়ারণ্যে দুটি নতুন প্রজাতির বুনো মাশরুম চিহ্নিত করেছেন।
অধ্যাপক সোং ইউর নেতৃত্বে স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর দলটি মিছাংশান বায়োস্ফিয়ার রিজার্ভে পাওয়া প্রজাতি দুটির নাম রেখেছে ‘রুসুলা মিছাংশানেনসিস’ ও ‘রুসুলা মিনিরোসিয়া’।
নতুন দুটি প্রজাতির বিস্তারিত ইউরোপীয় জার্নাল অব ট্যাক্সোনমি সায়েন্স সাইটেশন ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে।
২০২১ সালের আগস্ট এবং ২০২২ সালের সেপ্টেম্বরে মিছাংশান বায়োস্ফিয়ার রিজার্ভে মাশরুমের প্রজাতি দুটি পাওয়া গিয়েঢছিল।
গবেষকরা এ কাজে প্রতিটি প্রজাতির ১২টি নমুনা সংগ্রহ করে সেগুলোর ম্যাক্রোস্কোপিক ও মাইক্রোস্কোপিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন। এ কাজে তারা মাশরুমগুলোর পাঁচটি করে জিনও বিশ্লেষণ করেছেন।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিসিটিভি