চীনসহ ১৩ দেশের অংশগ্রহণে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
নভেম্বর ৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।
এবারের মেলায় চীন, ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশসহ ৬ দেশের ১৫০ জন উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২৮৮টি স্টল অংশ নিয়েছে। বাংলাদেশের সাথে এশিয়ার অন্য দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
মেলা চলবে ১৭ দিন। শেষ হবে ২৩ নভেম্বর।
নাহার/ফয়সল