মালয়েশিয়া চীনের ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: প্রেসিডেন্ট সি চিনপিং
নভেম্বর ৮, সিএমজি বাংলা ডেস্ক: মালয়েশিয়াকে চীনের ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে অভিহিত করে চীন-মালয়েশিয়া সম্পর্কের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট সি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছরের মার্চে আনোয়ার ইব্রাহিমের প্রথম চীন সফরের পর থেকে দু'দেশ সব স্তরে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া ও বিনিময় বজায় রেখেছে এবং সব ফ্রন্টে উচ্চ মানের পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নতি করেছে, যা দুইদেশের জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করেছে।
তিনি বলেন, চীন ও মালয়েশিয়া উভয়ই জাতীয় উন্নয়ন ও পুনর্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, চীন মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং চীন-মালয়েশিয়া বন্ধুত্বের বছরকে উদযাপনের সুযোগ কাজে লাগিয়ে অভিন্ন ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করা উচিত যা আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতায় নতুন ও বৃহত্তর অবদান রাখবে।
তিনি বলেন, চীন কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে এবং তার জাতীয় অবস্থার সাথে মানানসই একটি উন্নয়ন পথ বেছে নিতে মালয়েশিয়াকে সমর্থন করে।
তিনি বলেন, চীন আগামী বছর অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর ঘূর্ণায়মান চেয়ার হিসেবে মালয়েশিয়াকে সমর্থন করে, আসিয়ানের কেন্দ্রীয়তা এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে সমর্থন করে এবং এই অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতার মূলধারা বজায় রাখতে কাজ করে।
শান্তা/ফয়সল