চায়না এয়ারশোতে প্রদর্শিত হবে চীনা যুদ্ধ বিমানের নৈপুণ্য
নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক : ১৫তম চীন আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী বা চায়না এয়ারশোতে প্রদর্শিত হবে দেশটির জে-৩৫এ যুদ্ধ বিমানের চোখ ধাঁধানো এয়ারশো। মঙ্গলবার চীনের বিমান বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
এবারের প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরে ।
সংস্থাটি বলছে, প্রথমবারের মতো প্রদর্শিত হবে এই যুদ্ধ বিমানের এয়ারশো।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিনহুয়া