শায়ানসি প্রদেশে পাখির মেলা
নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের হোংচিয়াননাও ন্যাশনাল নেচার রিজার্ভে হাজার হাজার পাখির মেলা বসেছে। পরিযায়ী পাখিরা দক্ষিণে দীর্ঘ যাত্রার মাঝে বিরতি হিসেবে এখানকার জলাশয় ও বনাঞ্চলে ঝাঁকে ঝাঁকে আশ্রয় নিয়েছে।
সম্প্রতি এখানে ২০ থেকে ৩০ হাজার পরিযায়ী পাখি যাত্রা বিরতি করেছে। এদের মধ্যে রয়েছে হুপার সোয়ান, ম্যালার্ড এবং বিন গিজ বা বিন রাজহাঁস। তুষারশীতল উত্তর থেকে পাখিরা এখন উষ্ণতার খোঁজে উড়ে চলেছে দক্ষিণের দিকে। এই লম্বা পথে হোংচিয়াননাও লেক হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়। এটি চীনের মরুভূমির মধ্যে বৃহত্তম মিঠাপানির লেক। এখানে গাংচিল ধরনের পাখির জন্য বিশ্বের সেরা প্রজনন ক্ষেত্র রয়েছে।
এখানে উড়ে আসা বিভিন্ন প্রজাতির জলচর পাখি চীনে প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে আছে। এখানে তাই নিশ্চিন্তে পাখিরা বাসা বানাতে, উড়ে বেড়াতে, সাঁতার কাটতে পারছে।
পরিযায়ী পাখিদের পরিযায়নের জন্য চীনে তিনটি পথরেখা বা রুট রয়েছে। হোংচিয়াননাও লেক কেন্দ্রীয় রুটে পড়েছে। এখানকার বিস্তৃত জল এলাকা, প্রচুর খাদ্য, নিরাপদ আশ্রয় পাখিদের জন্য এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলকে পাখিদের জন্য স্বর্গভূমিতে পরিণত করেছে।
শান্তা/ ফয়সল