চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক বেড়েছে
নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: অক্টোবরে চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক ৩ শতাংশ বেড়ে ১১৩ দশমিক ৪-এ দাঁড়িয়েছে।
মঙ্গলবার চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পার্চেজিং (সিএফএলপি)-এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, লোহা, অ-লৌহ ধাতু, খনিজ, রাসায়নিক এবং জ্বালানি জাতীয় পণ্যের দাম গত মাসে বেড়েছে, যা অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন, বাজারে উচ্চ-চাহিদা এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রাণশক্তির ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞদের মতে, চীনে ক্রমবর্ধমান নীতিগুলো চালু হওয়ার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। এতে করে ইস্পাত প্ল্যান্টে অর্ডার যেমন বেড়েছে, তেমনি দেশীয় ইস্পাতের দামও বেড়েছে।
তথ্যে দেখা যায়, কোল্ড রোলড কয়েল এবং হট রোল্ড কয়েলের দাম আগের বছরের একই মাসের চেয়ে যথাক্রমে ১৩ দশমিক ৩ ও ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞরা আশা করছেন, বছরের শেষ তিন মাসেও বাল্ক কমোডিটি সূচক ইতিবাচক গতি বজায় থাকবে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি