বাংলা

এক-চীন নীতির প্রতি সমর্থনের প্রবণতা 'অপ্রতিরোধ্য': মাও নিং

CMGPublished: 2024-11-05 18:46:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: এক চীন নীতিকে সমর্থনের যে ঐতিহাসিক প্রবণতাটি রয়েছে তা অপ্রতিরোধ্য। সোমবার মাইক্রোনেশিয়ার দ্বীপদেশ পালাউ সম্পর্কিত এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মাও বলেন, বিশ্বজুড়ে ১৮৩টি দেশ ইতোমধ্যে এক-চীন নীতির ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। পালাউসহ বিশ্বের হাতেগোনা কিছু দেশ এখনও তাইওয়ান অঞ্চলের সঙ্গে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ বজায় রাখছে।

‘নতুন বন্ধু তৈরি করার মতো সময় এখনও ফুরিয়ে যায়নি বলে মাও বলেন, এক-চীন নীতির ভিত্তিতে ওই দেশগুলোর সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় খুলতে চীন প্রস্তুত রয়েছে।

মাও বলেন, এক চীন নীতির বিরোধিতা করা জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর রেজোলিউশনের বিরুদ্ধে যায়, এটি চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, এবং এটি সংশোধন করা প্রয়োজন।

একটি চীনা প্রবাদের উদ্ধৃতি দিয়ে মাও বলেন, ‘যারা সময়ের সঙ্গে নিজেদের কাজটাকে মানিয়ে নেয়, তারাই বুদ্ধিমান।’

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn