রেশমি তুষারে সেজেছে থাইবাই
নভেম্বর ৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের শায়ানসি প্রদেশের থাইবাই পর্বতের প্রকৃতি ঢেকে আছে ভারী তুষারে। দেখে মনে হবে যেন আস্ত পর্যতটি নিজেকে রূপালী চাদর মুড়িয়ে বসে আছে চুপচাপ। পাখির চোখে দেখলে মনে হবে, পুরো অঞ্চলজুড়ে থাকা পাহাড় ও বনভূমি যেন পরে আছে সাদা রেশমের পোশাক।
সাড়ে তিন হাজার মিটারেরও বেশি উচ্চতায় প্রবাহিত তুষারপাত এবং কুয়াশা জমে তৈরি হওয়া বরফে থাইবাই পর্বতের ওপর তৈরি হয়েছে একটি প্রাকৃতিক নকশার চাদর। অন্যরকম এই তুষারের সৌন্দর্যে নিমজ্জিত হতে থাইবাইতে ছুটে গেছেন আলোকচিত্রী ও পর্যটকরা।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি