চীনে আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা শুরু
নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা ২০২৪। শনিবার দক্ষিণ-পশ্চিমের চীনের ইয়ুননান প্রদেশের তহং তাই এবং চিংপো স্বায়ত্তশাসিত অঞ্চলের মাংশি শহরে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতায় চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অস্ট্রেলিয়াসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২ হাজার ২০০ জনেরও বেশি সাইক্লিস্ট অংশ নিয়েছেন।
প্রতিযোগিতার প্রথম দফায় চীনা সাইক্লিস্ট পুরুষ বিভাগে চেন হাও এবং নারী বিভাগে লি সি চ্যাম্পিয়ন হন।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি প্লাস