সিআইআইই’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শাংহাই পৌঁছেছে কাজাখ প্রধানমন্ত্রী
নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শাংহাই পৌঁছেছেন কাজাখ প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনোভ।
চীন আমদানি মেলায় প্রতিবছরই অংশগ্রহণ করে কাজাখস্তান। গেল বছর ৩০টিরও বেশি কাজাখ প্রতিষ্ঠান অংশ নিয়েছিল মেলায়।
২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে কাজাখস্তানের কোম্পানিগুলো শাংহাইয়ে ২৬০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে।
আগামী ৫-১০ নভেম্বর পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলায় ৪ লাখ ২০ হাজার বর্গমিটারেরও বেশি প্রদর্শনী অঞ্চল থাকবে। এবারের এক্সপোতে জাতীয় প্যাভিলিয়ন থাকছে ৭৭টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা। ব্যবসায়িক প্রদর্শনীতে ১২৯টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৫০০ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যা গত বছরের চেয়ে বেশি।
এতে ৪০০টিরও বেশি অত্যাধুনিক পণ্য, প্রযুক্তি এবং পরিষেবা প্রদর্শিত হবে, যার মধ্যে বেশ কয়েকটি এই ইভেন্টে প্রথমবারের মতো দেখা যাবে। শনিবার পর্যন্ত ৪ লাখেরও বেশি পেশাদার ভিজিটর ইভেন্টের জন্য সাইন আপ করেছেন।
২০১৮ সালে চালু হওয়া সিআইআইই হলো বিশ্বের প্রথম আমদানি-ভিত্তিক জাতীয় পর্যায়ের এক্সপো।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি