বাংলা

অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতি বজায় রেখেছে বাংলাদেশ

CMGPublished: 2024-11-04 18:42:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ৪, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বগতির ধারা বজায় রেখেছে বাংলাদেশ। সদ্যসমাপ্ত এ মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের একই সময়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ৭৫ শতাংশ। এর আগে সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

আর্থিক বিশেষজ্ঞ ও ব্যাংকারদের মতে, মূলত দুটি কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রথমত, আমদানি বিলের আন্ডার-ইনভয়েসিং উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আগে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া হলেও সাম্প্রতিক মাসগুলোতে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে।

দ্বিতীয় কারণ, হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থপাচার অনেকটা কমেছে। ফলে হুন্ডিতে ডলারের চাহিদা কমে সরকারি চ্যানেলের মাধ্যমে বেশি ডলার আসতে শুরু করেছে।

শুভ/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn