বেইজিংয়ে শেষ হলো চায়না এডুকেশন এক্সপো
নভেম্বর ৩, সিএমজি বাংলা ডেস্ক: চায়না এডুকেশন এক্সপো ২০২৪ শেষ হয়েছে। শনিবার বেইজিংয়ে শেষ হয় দুই দিনের এই ইভেন্ট। চীনা ছাত্র ও প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য যা একটি আন্তর্জাতিক শিক্ষা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে ফ্রান্স, ফিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ ৩৮টি দেশ ও অঞ্চলের ৩৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অতিথি দেশ হিসেবে এক্সপোতে ৩৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফ্রান্স। যার মধ্যে অনেকগুলো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, প্রকৌশল কলেজ, বিজনেস স্কুল এবং প্রযুক্তি ইনস্টিটিউট রয়েছে।
এর আগে শিক্ষা প্রদর্শনীটি কুয়াংচৌ, শাংহাই এবং ছেংতুতে অনুষ্ঠিত হয়। এবার শুধু বেইজিংয়েই গত বছরের তুলনায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে।
চায়না এডুকেশন এক্সপোটি ২০০০ সাল থেকে প্রতি অক্টোবরে বেইজিং, শাংহাই এবং অন্যান্য শহরে অনুষ্ঠিত হয়ে আসছে। চায়না এডুকেশন অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রদর্শনীটির আয়োজন করে।
গত বছর, ৩৪টি দেশ ও অঞ্চলের ৩৭৪টি বিদেশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা, দূতাবাস এবং কনস্যুলেটগুলো চায়না এডুকেশন এক্সপো সফরে অংশগ্রহণ করে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি