বাংলা

চীন-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: ওয়াং ই

CMGPublished: 2024-10-19 17:17:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমারের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে ওয়াং বলেন, বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, চীন ও যুক্তরাষ্ট্রকে দায়িত্ব গ্রহণ করতে হবে, পাশাপাশি প্রধান দেশের ভূমিকা পালন করতে হবে। চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে পারস্পরিক লাভজনক সাফল্য অর্জন করা সম্ভব বলেও জানান তিনি।

ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ব্রেমার বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য পরামর্শ এবং কিছু প্রস্তাব দিতে তারা প্রস্তুত। দুই প্রধান শক্তি একসঙ্গে একটি স্থিতিশীল আন্তর্জাতিক ব্যবস্থার জন্য কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn