বাংলা

চীনের অর্থনীতির সক্ষমতা প্রতিফলিত হলো ৯ মাসের শিল্প উৎপাদনে

CMGPublished: 2024-10-19 17:22:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের অর্থনৈতিক কর্মক্ষমতার ছাপ দেখা গেছে দেশটির শিল্প উৎপাদনে। শুক্রবার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) উপপ্রধান শেং লাইয়ুন বলেছেন এ কথা।

জটিল বিশ্ব পরিস্থিতি এবং উদীয়মান অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও, চীনা অর্থনীতি স্থিতিশীল কর্মক্ষমতা দেখিয়েছে বলেও জানান তিনি।

উপরন্তু, গত বছরের একই সময়কালের চেয়ে এই বছর চীনের মূল্য সংযোজন শিল্প উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ।

শেং বলেন, চীনের শিল্পখাতের প্রবৃদ্ধি সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিকে এক শতাংশ পয়েন্টে ছাড়িয়ে গেছে।

কর্মকর্তা আরও বলেন, চীনের শিল্প-উৎপাদনের ভিত্তি বেশ মজবুত এবং জাতিসংঘের তালিকাভুক্ত পাঁচশ প্রকারেরও বেশি শিল্প প্রতিষ্ঠান আছে দেশটিতে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn