বাংলা

বিনামূল্যে এইচপিভি টিকা পাবে চীনের ৪০ শতাংশ কিশোরী

CMGPublished: 2024-10-19 16:59:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: সার্ভিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে চীনের ১৩ থেক ১৪ বছর বয়সী প্রায় ৪০ শতাংশ কিশোরী বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমাভাইরাসের (এইপিভি) টিকা পাবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানাল এ কথা।

কশিনের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান শেন হাইপিং জানালেন, ২০২১ সাল থেকেই চীনের ১১টি প্রাদেশিক-স্তরের অঞ্চল এবং একাধিক শহরে নির্দিষ্ট বয়সের কিশোরীদের বিনামূল্যে টিকাদান পরিষেবা চালু আছে।

শেন বলেন, চীনজুড়ে বিনামূল্যে মোট ২৮ কোটি এইচপিভি স্ক্রিনিং করা হয়েছে, যা সার্ভিক্যাল ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসায় দারুণ কাজে এসেছে।

সরকারি তথ্যে জানা গেছে, চীনের নারী ফেডারেশন সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে মোট ২ লাখ ৭৫ হাজার সার্ভিক্যাল ক্যান্সার আক্রান্ত নারীদের সহায়তায় কাজ করছেন সরকারি স্বাস্থ্যকর্মীরা।

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় চীন বেশ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শেন। ২০২৩ সালে, দেশটি জরায়ুমুখের ক্যান্সার নির্মূলকে ত্বরান্বিত করতে একটি প্রচারাভিযান শুরু করেছিল। তখন চীন ঘোষণা দেয় তারা এই সংক্রমণের হার প্রতি লাখে ৪ জনে নামিয়ে আনার ঘোষণা দেয় চীন।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Share this story on

Messenger Pinterest LinkedIn