বাংলা

ভিসামুক্ত প্রবেশে বিদেশি পর্যটক বেড়েছে চীনে

CMGPublished: 2024-10-19 16:56:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তঃসীমান্ত ভ্রমণকে জোরদার করতে চীনের অভিবাসন প্রশাসনের ক্রমাগত প্রচেষ্টার ফলে চলতি বছরের প্রথম ৯ মাসে চীনে ভিসামুক্ত সুবিধায় প্রবেশকারী বিদেশির সংখ্যা বেড়েছে। শুক্রবার দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন জানিয়েছে এ তথ্য।

প্রশাসনের মুখপাত্র চাং নিং বলেছেন, এই সময়ের মধ্যে চীনে বিদেশিরা ৪৮ লাখ ৮০ হাজার বারেরও বেশি ভিসামুক্ত এন্ট্রি সুবিধা নিয়েছে।

চাং বলেন, একই সময়ে চীনে প্রবেশকারী বিদেশিদের মোট সংখ্যা ৪৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮১ লাখ ৮০ হাজারেরও বেশি হয়েছে।

চীন এ বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশিদের জন্য মোট ৮ লাখ ৭ হাজার ভিসা ইস্যু করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৭ শতাংশ বেশি।

প্রশাসন তৃতীয় প্রান্তিকে বিদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি প্রসারিত করার কয়েকটি ব্যবস্থাও চালু করেছে।

জুলাইয়ের শেষের দিকে জারি করা এক বিবৃতিতে প্রশাসন বলেছে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পর্যটকরা ভিসা ছাড়াই হাইনান প্রদেশে প্রবেশ করতে পারবে এবং ১৪৪ ঘণ্টা থাকতে পারবে।

এর দুই সপ্তাহ আগে চীনের অন্যতম বাণিজ্যিক প্রদেশ হ্যনান ও ইউননানের তিনটি বন্দরেও ১৪৪ ঘণ্টা ভিসা-মুক্ত ট্রানজিট নীতি মঞ্জুর করা হয়। এতে করে ভিসামুক্ত নীতি বন্দরের সংখ্যা ৩৭-এ উন্নীত হয়েছে এবং এখন ৫৪টি দেশের নাগরিকরা হ্যনানে শর্তসাপেক্ষে ছয় দিন পর্যন্ত ভিসা ছাড়া থাকতে পারবেন।

চাং বলেন, চীন প্রশাসন ভিসামুক্ত ট্রানজিট নীতি এবং অন্যান্য নীতির উন্নয়ন অব্যাহত রাখবে এবং বিদেশিদের ভ্রমণ ও চীনে তাদের অবস্থান আরও সহজ করতে প্রাসঙ্গিক বিভাগের সঙ্গে কাজ করবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn