বাংলা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও ব্রাজিলের চিফ অব স্টাফের বৈঠক

CMGPublished: 2024-10-19 17:08:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ব্রাজিলের চিফ অব স্টাফ রুই কস্তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সমন্বিত উন্নয়ন কৌশল, অত্যন্ত পরিপূরক অর্থনীতি এবং অভিন্ন শাসনব্যবস্থার ধারণাগুলোর ওপর জোর দিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সেন্ট্রাল কমিশন ফর ফরেন অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ওয়াং বলেন, চীন ও ব্রাজিল যথাক্রমে পূর্ব ও পশ্চিম গোলার্ধের বৃহত্তম উন্নয়নশীল দেশ। নতুন পরিস্থিতিতে, চীন ও ব্রাজিলের মধ্যে সর্বাত্মক কৌশলগত সহযোগিতা শুধু দুই দেশের জনগণের দীর্ঘমেয়াদি এবং মৌলিক স্বার্থের জন্যই নয়, বরং গ্লোবাল সাউথের দেশগুলোর সংহতি ও সমন্বয়ের জন্য একটি ভাল উদাহরণও তৈরি করেছে।

ওয়াং ই বলেন, চীন এবং ব্রাজিলে উন্নয়ন কৌশল একই রকম এবং অর্থনীতিও অত্যন্ত পরিপূরক। বিশেষ করে, চীনের কমিউনিস্ট পার্টি এবং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভার নেতৃত্বে ব্রাজিলের ওয়ার্কার্স পার্টি একই ধরনের শাসনব্যবস্থা বজায় রেখেছে। এটি দুই দেশের মধ্যে সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদ।

বৈঠকে কস্তা বলেন, ‘অর্থনীতি, বাণিজ্য, অর্থ, অবকাঠামো, সবুজ রূপান্তর, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ব্রাজিল। তিনি আশা করেন, দ্বিপক্ষীয় সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn