বাংলা

উচ্চক্ষমতাসম্পন্ন নতুন সৌরকোষ তৈরি করেছে চীন

CMGPublished: 2024-10-19 17:09:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে চীনের রসায়ন ইনস্টিটিউটের নেতৃত্বে একদল আন্তর্জাতিক বিজ্ঞানী একটি নতুন শক্তিশালী সৌরকোষ তৈরি করেছেন।

পেরোভস্কাইট-জৈব ট্যান্ডেম উপাদানে তৈরি সোলার সেলটির সক্ষমতা ২৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষাবিদ ও গবেষক লি ইয়ংফাং। তার মতে, এই ধরনের সৌরকোষগুলোর এটাই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা।

সোলার সেলের পরবর্তী প্রজন্ম হলো পেরোভস্কাইট জৈব কোষ। বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত স্ফটিক সিলিকন সেলের তুলনায় এগুলোর উৎপাদন আরও সহজ, ওজনেও হালকা। নমনীয় যন্ত্রপাতিতেও এটি সহজে প্রতিস্থাপন করা যায়। এসব বৈশিষ্ট্যের কারণে বহনযোগ্য বিদ্যুৎ উৎপানকারী যন্ত্র, ভবনে যুক্ত ফটোভোলটাইক প্রযুক্তি ও ইনডোর সোলার প্যানেলের মতো ক্ষেত্রে এটি প্রয়োগ করা যেতে পারে বলেও জানান লি।

লি বলেন, নতুন সেলটি পেরোভস্কাইট বস্তুতে থাকা চওড়া ব্যান্ড-গ্যাপ ব্যবহার করে সহজে স্বল্প-তরঙ্গদৈর্ঘ্যের সূর্যালোক শোষণ করতে পারে। তিনি আরও বলেন, সোলার কোষটি বিদ্যুৎ তৈরিতে সৌর বর্ণালীকে আরও বেশি মাত্রায় ব্যবহার করতে পারবে। গবেষণাটির বিস্তারিত প্রকাশ হয়েছে নেচার জার্নালে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn