বাংলা

চীনে বুদ্ধিমান যানবাহনের জন্য আসছে নতুন শিল্প ব্যবস্থা

CMGPublished: 2024-10-18 18:13:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল বা আইসিভি খাতের জন্য একটি বিস্তৃত শিল্প ব্যবস্থা তৈরি করা হয়েছে। এতে বেসিক চিপস, সেন্সর, কম্পিউটিং প্ল্যাটফর্ম ও চ্যাসিস নিয়ন্ত্রণের মতো পণ্য ও প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার শিল্প ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী চিন চুয়াংলং বলেছেন এ কথা।

বেইজিংয়ে ২০২৪ সালের ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিক্যালস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন চুয়াংলং।

মন্ত্রী জানান, মানুষের সঙ্গে যন্ত্রের সম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বে শীর্ষে রয়েছে চীন। সেই সঙ্গে বুদ্ধিমান গাড়ির স্টিয়ার-বাই-ওয়্যার ও সক্রিয় সাসপেনশনের মতো প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি করছে দেশটি।

চীনের সংযুক্ত যানবাহন খাতে এখন প্রায় ৪০০টি মাঝারি প্রতিষ্ঠান উৎপাদনে নিযুক্ত।

এ ধরনের গাড়ির জন্য জরুরি প্রযুক্তিটি হলো লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা লিডার। চীনে এ ধরনের পাঁচটি কোম্পানি এখন বিশ্বের সেরা দশে আছে। বুদ্ধিমান গাড়িগুলো দূরের বস্তু শনাক্ত করা ও দূরত্ব পরিমাপ করে এ প্রযুক্তিতে।

এই শিল্পের দ্রুত বিকাশে চীনের ৫০টিরও বেশি শহরে ইন্টেলিজেন্ট কানেকটেড ভেহিক্যালের জন্য ৩২ হাজার কিলোমিটারেরও বেশি পরীক্ষা-রুট নির্ধারণ করা হয়েছে। স্মার্ট প্রযুক্তি যোগ করা হয়েছে প্রায় ১০ হাজার কিলোমিটার রাস্তাজুড়ে।

এবারের সম্মেলনটি চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। বিশ্বের আড়াইশটিরও বেশি স্বয়ংচালিত গাড়ি কোম্পানি এতে অংশ নিয়েছে এবং এতে২০০টিরও বেশি নতুন প্রযুক্তি আত্মপ্রকাশ করবে।

ফয়সল/শান্তা

Share this story on

Messenger Pinterest LinkedIn