বাংলা

বিশ্বের সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম পাওয়া গেছে চীনে

CMGPublished: 2024-10-18 18:07:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকরা পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে নতুন ধরনের ডাইনোসরের ডিমের ফসিল খুঁজে পেয়েছেন যার দৈর্ঘ্য মাত্র ২৯ মিলিমিটার। এটি বিশ্বে এ পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট আকারের ডাইনোসরের ডিম।

তিন বছরের গবেষণার পর, চিয়াংসি জিওলজিক্যাল সার্ভে অ্যান্ড এক্সপ্লোরেশন ইনস্টিটিউট (জেজিএসইআই), চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস (উহান) এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের মেরুদণ্ডী জীবাশ্মবিদ্যা এবং প্যালিওনথ্রোপলজির গবেষকদের নিয়ে গঠিত দলটি ছয়টি ডিমের জীবাশ্মের ডেটিং নিশ্চিত করেছে। ৮০ মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াস যুগের শেষে এই প্রজাতির ডাইনোসর বিচরণ করতো।

অপেক্ষাকৃত সম্পূর্ণ, অনিয়মিতভাবে সাজানো ডিমের জীবাশ্মগুলো ২০২১ সালে কানচোও শহরের কানসিয়ান জেলার মেইলিন টাউনশিপের একটি নির্মাণ সাইটে ভালভাবে সংরক্ষিত বাসা থেকে পাওয়া গিয়েছিল।

স্ক্যানিং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং ইলেক্ট্রন ব্যাকস্ক্যাটার ডিফ্র্যাকশন ব্যবহার করে, গবেষকদের দল ডিমের খোসাগুলোর মাইক্রোস্ট্রাকচার বিশ্লেষণ করেছেন এবং নির্ধারণ করেছেন যে তাদের আকার এবং মাইক্রোস্ট্রাকচার থেকে বোঝা যায় যে তারা একটি নন-এভিয়ান থেরোপডের অন্তর্গত প্রজাতি। জেজিএসইআই এর প্রধান প্রকৌশলী লোও ফাশেং এ তথ্য জানিয়েছেন।

লোও ফাশেং আরও জানান, সবচেয়ে সম্পূর্ণ ডিমের সর্বোচ্চ দৈর্ঘ্য মাত্র ২৯ মিমি, যা ক্ষুদ্রতম ডাইনোসর ডিমের জীবাশ্মের জন্য একটি নতুন রেকর্ড স্থাপন করেছে। পূর্বে পরিচিত সবচেয়ে ছোট ডাইনোসর ডিমের জীবাশ্মটি চীনের চেচিয়াং প্রদেশে পাওয়া গিয়েছিল, যার পরিমাপ প্রায় ৪৫.৫ মিমি X ৪০.৪মিমি X ৩৪.৪মিমি।

এই সর্বশেষ আবিষ্কারটি লেট ক্রিটেসিয়াস থেকে ডাইনোসরের ডিমের বৈচিত্র্যকে তুলে ধরে এবং সেই সময়ের মধ্যে থেরোপডগুলোর বিবর্তনের বিষয়ে মূল্যবান তথ্য প্রদান করে।

সোমবার হিস্টোরিক্যাল বায়োলজি জার্নালে এই ফলাফল অনলাইনে প্রকাশিত হয়েছে।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn