বাংলা

চীন-দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান ওয়াং ই’র

CMGPublished: 2024-09-29 16:47:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার নিউইয়র্কে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে দেখা করার সময় ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় চীন ও দক্ষিণ কোরিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ওয়াং বলেন, ২০২৪ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আদান-প্রদান আরও সক্রিয় হয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ইতিবাচক লক্ষণ দেখা গেছে।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উভয় পক্ষই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল অভিপ্রায় মেনে চলে, বন্ধুত্বপূর্ণ দিকনির্দেশনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং পারস্পরিক জয়-জয় সহযোগিতা অব্যাহত রাখে, ততক্ষণ চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক সুস্থভাবে বিকশিত হতে পারবে।

ওয়াং বলেন, এই অঞ্চলে মার্কিন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে ওয়াং বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা উচিত।

তিনি বলেন, এ উপদ্বীপে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা অর্জনে গঠনমূলক ভূমিকা পালন করে মধ্যস্থতা ও আলোচনার প্রচার চালিয়ে যাবে চীন।

চো বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক দক্ষিণ কোরিয়া এবং যৌথভাবে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণকে এগিয়ে নিতেও চায় তার দেশ।

তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়া অত্যন্ত উদ্বিগ্ন এবং দেশটি চীনের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রাখতে উন্মুখ।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn