বাংলা

রাষ্ট্রীয় সম্মান নিতে মহাগণভবনে পদক প্রাপ্তরা

CMGPublished: 2024-09-29 16:44:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় পদক এবং সম্মানজনক উপাধি গ্রহণ করতে চীনের মহাগণভবনে এসে পৌঁছেছেন পদক প্রাপ্তরা। রোববার সকালে একে একে জড়ো হোন তারা।

প্রতিবছর দেশের বিভিন্ন খাতে অসামান্য অবদানের জন্য এ পুরষ্কার দেওয়া হয়।চলতি বছরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে সি চিনপিংয়ের আদেশে ১৫ জন ব্যক্তিকে জাতীয় পদক এবং জাতীয় সম্মানজনক উপাধি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে তিন ধরনের পুরস্কার প্রদান করা হবে: গণপ্রজাতন্ত্রী পদক, মৈত্রী পদক এবং জাতীয় সম্মানজনক উপাধির পদক। জাতীয় সম্মানজনক উপাধির পদক মূলত লাল এবং সোনালী রঙের হয়ে থাকে।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn