বাংলা

অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী চীন-থাইল্যান্ড

CMGPublished: 2024-09-28 19:06:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রী পিচাই নারিপথাফান এবং চীনের রাষ্ট্রদূত হান চিছিয়াং বৃহস্পতিবার ব্যাংককে এক বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেছেন।

বৈঠকে পিচাই নারিপথাফান চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এ সময় তিনি থাইল্যান্ড ও চীনের মধ্যে বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটনের মতো ক্ষেত্রে আরও সহযোগিতার আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে চীনের বিশাল অর্থনীতি রয়েছে এবং অদূর ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। থাইল্যান্ডকেও চীনের মতো দ্রুত এগিয়ে যেতে হবে। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হওয়া উচিত এবং কোনো বাধা থাকা উচিত নয়।"

চীন এবং থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে দুই দেশে মোট বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চীন বর্তমানে থাইল্যান্ডের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার, অন্যদিকে থাইল্যান্ড হলো চীনের চতুর্থ বৃহত্তম রপ্তানি বাজার এবং আমদানির উৎস।

থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত হান চিছিয়াং বলেন, আমাদের দুই দেশের জনগণের মঙ্গল উন্নতি হয়েছে। আমরা চীনে রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বাড়াতে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য থাই সরকারের পদক্ষেপ এবং ধারণাগুলো, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পদক্ষেপগুলোকে পুরোপুরি সমর্থন করি।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn