বাংলা

স্পেস মেডিসিন গবেষণা নিয়ে সম্মেলন চীনে

CMGPublished: 2024-09-22 19:12:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: মহাকাশে ওষুধ সংক্রান্ত গবেষণায় কিছু সাফল্য পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। ভবিষ্যতে মনুষ্যবাহী চন্দ্রাভিযান বা গভীর মহাকাশে অভিযান চালানোর সময় এটি কাজে আসবে। শনিবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হ্যাংচৌ শহরে সেকেন্ড ফ্রন্টিয়ার ফোরাম অব স্পেস মেডিসিনে বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।

দুই দিনের এ ফোরামে বিশেষজ্ঞরা তত্ত্ব বিনিময় করবেন, মহাকাশ চিকিৎসায় উন্নয়নের প্রবণতা শেয়ার করবেন এবং গভীর মহাকাশ মিশনে মহাকাশচারীদের জন্য টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রথম তাইকোনট ইয়াং লিওয়েই বলেন, স্পেস মেডিসিনের যে প্রযুক্তিগত অবদান, তা চীনের মহাকাশ স্টেশনের একটি অপরিহার্য অংশ। এটি মনুষ্যবাহী চন্দ্র মিশনেরও অপরিহার্য অংশ।

স্পেস মেডিসিন জনস্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান ফোরামের গবেষকরা। এটি হৃদরোগ, বার্ধক্যজনিত রোগ ও নানা ধরনের স্ক্রিনিং গবেষণার জন্য তাত্ত্বিক সহায়তা দেবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn