বাংলা

এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এক টুকরো চীন

CMGPublished: 2024-09-20 19:55:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: নিহাও চায়না। যার মানে হলো হ্যালো চায়না। চীনা লণ্ঠন, পান্ডা, চীনের ম্যাপসহ নানা বিষয়ে সাজানো হয়েছে নিহাও চায়না নামের এই রঙিন স্টল। ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে এভাবেই এক টুকরো চীন হাজির হয়েছিল চীনা দূতাবাসের স্টলে।

পর্যটন শিল্পে গতি ফেরাতে ঢাকায় শুরু হয়েছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। পর্যটন বিচিত্রার আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।

মেলায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চীনা দূতাবাসের স্টল। চীনের বিভিন্ন গন্তব্য ও ভিসা প্রক্রিয়ার খুঁটিনাটি তথ্য পাওয়া যাচ্ছে এখানে।

চীনের বিভিন্ন অঞ্চলে যাওয়ার আগ্রহ থেকেই স্টলটিতে ভিড় করছেন দর্শনার্থীরা। জানছেন চীন সম্পর্কে।

এশিয়ার আরও কিছু দেশের স্টলও আছে এ মেলায়। ১২০টি বুথে দেশ-বিদেশের পর্যটন প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিভিন্ন দেশের দূতাবাস অংশগ্রহণ করেছে।

অংশ নিয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, ক্রুজ লাইন্স, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও থিমপার্কসহ বিনোদনধর্মী অনেক প্রতিষ্ঠান।

আসন্ন পর্যটন মৌসুমে আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিংসহ বিশেষ ছাড় দিচ্ছে নানা দেশের ট্রাভেল এজেন্সি।

এ ছাড়া মেলায় থাকছে পর্যটন বিষয়ক সেমিনার। বাংলাদেশের পর্যটন আকর্ষণকে জনপ্রিয় করা এবং আঞ্চলিক পর্যটন শিল্পের সঙ্গে সেতুবন্ধন ঘটাতে এ আয়োজন করা হয়েছে বলে জানালেন মেলার আয়োজকরা।

নাহার/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn