বাংলা

চাঁদের আলোয় ঝলমলে চীন

CMGPublished: 2024-09-18 18:02:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: গত রাতে চীন ছিল চাঁদের আলোয় উদ্ভাসিত। কাল ছিল মধ্যশরৎ উৎসব। পূর্ণিমায় এ উৎসব হয়ে থাকে।

কাল সাধারণ পূর্ণিমার জায়গায় ছিল সুপার মুন। তাই স্বাভাবিকের চেয়ে বড় আকারে চাঁদকে দেখা গেছে।

মধ্যশরৎ উৎসব চীনের অন্যতম প্রধান লোকজ উৎসব।

মুনকেক খাওয়া আর চাঁদের সৌন্দর্য অবলোকন এই উৎসবের অন্যতম রীতি।

চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে পূর্ণিমায় উৎসব উদযাপন করেছে জনগণ।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn