বাংলা

দাম বাড়লেও চীনের স্বর্ণের বাজারে উপচেপড়া ভিড়

CMGPublished: 2024-09-17 18:05:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যশরৎ উৎসবকে কেন্দ্র করে চীনের রাজধানী বেইজিংয়ে জমে উঠেছে স্বর্ণের বাজার। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও এর প্রভাব ছিল না দেশটির স্বর্ণের কেনাকাটায়।

বর্তমানে প্রতি আউন্স সোনা কিনতে ২ হাজার ৬০০ মার্কিন ডলারের বেশি ব্যয় করতে হয়। বেইজিংয়ের সিছেং জেলার একটি সোনার দোকানে বিশুদ্ধ গহনার দাম প্রতি গ্রামে প্রায় ৭৩৭ ইউয়ান (প্রায় ১০৪ মার্কিন ডলার)। এরপরও ক্রেতারা সোনার গহনা কিনছেন।

একজন ক্রেতা বলেন, ‘এখন স্বর্ণের প্রতি গ্রামে ৭০০ ইউয়ানের (প্রায় ৯৮.৭ ডলার) বেশি ব্যয় করতে হচ্ছে। কিন্তু আমরা যখন দুই মাস আগে কিনেছিলাম, তখন ৬০০ ইউয়ানের কিছুটা বেশি ছিল।’

অপর এক ক্রেতা জানান, বিয়ের জন্য তিনি স্বর্ণের গহনা কিনতে এসেছেন। দাম বাড়লেও কিনতে হচ্ছে।

অন্য একজন বলেন, ‘ছুটির দিনে আমার কিছুই করার ছিল না, তাই গহনা দেখতে এসেছি। আমি একটি লাকি চার্ম বিড কিনেছি। আরেকটি ব্রেসলেট দেখছি।’

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে স্বর্ণের বার। বর্তমানে চীনের নাগরিকরা সোনার বারে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তবে বিনিয়োগের আগে বিশেষজ্ঞরা সোনার বাজার নিয়ে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

শুভ/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn