বাংলা

বৈশ্বিক বাণিজ্য বিস্তৃতির সুযোগ দিচ্ছে চীনের সেবা বাণিজ্য মেলা

CMGPublished: 2024-09-14 17:31:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সুবিশাল বাজারের দিকে নজর রেখেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নিজেদের ব্যবসার সুযোগ অন্বেষণে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন বেইজিংয়ের সেবা বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া আয়োজনটি চলবে পাঁচ দিন।

ফরচুন ফাইভ হানড্রেড তালিকার সাড়ে ৪শটিরও বেশি কোম্পানি এ মেলায় নিজ নিজ শিল্পখাতের নেতৃত্ব দিচ্ছে। সেই সঙ্গে ৮৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিত্ব করছে ২০২৪ চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেস বা সিআইএফটিআইএস-এ। এবারের আয়োজনের থিম ‘বৈশ্বিক পরিষেবা ও অভিন্ন সমৃদ্ধি’।

ইওয়াই চায়নার চেয়ারম্যান জ্যাক চ্যান বলেন, চীনের সেবা খাতের উচ্চমানের উন্মোচন বিশ্বব্যাপী সেবা বাণিজ্য কোম্পানিগুলোর বাজারের পরিসর আরও বাড়িয়েছে।

কেপিএমজি চীনের চেয়ারম্যান জ্যাকি চৌ বলেন, চীনা আধুনিকায়ন বিশ্বব্যাপী উন্নয়নের নতুন সুযোগ এনে দিয়েছে।

বিগত কয়েক বছর ধরেই চীনের পরিষেবার বাণিজ্যে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সরকারি তথ্যে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি-জুলাইয়ের মধ্যে চীনের পরিষেবার আমদানি ও রপ্তানি বছরে ১৪.৭ শতাংশ বেড়ে ৪.২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

এবারের আয়োজনে গ্লোবাল ফুড জায়ান্ট নেসলে, জার্মান চিকিৎসা প্রযুক্তি কোম্পানি সিমেন্স হেলথিনিয়ারস ও মেডট্রনিকের মতো মেডিকেল ডিভাইস কোম্পানিগুলো অংশ নিয়েছে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn