বাংলা

উৎসবের আনন্দ

CMGPublished: 2024-09-13 16:43:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে এখন ছড়িয়ে রয়েছে উৎসবের আনন্দ। মধ্য শরৎ উৎসব আসন্ন। চীনা ভাষায় এ উৎসবকে বলা হয় চোং ছিউ চিয়ে। চীনের বিভিন্ন জাতিগোষ্ঠী উৎসবটিকে পালন করে নিজস্ব রীতিনীতিতে। এথনিক জনগোষ্ঠীর মধ্যে এই উৎসবের আগে রয়েছে ছোট ছোট উৎসব পালনের রীতি।

চীনের লুনার ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম চান্দ্র মাসের পনেরোতম দিনে পালন করা হয় চোং ছিউ চিয়ে। তার আগে অষ্টম দিনে মিয়াও জাতিগোষ্ঠীর মানুষ পালন করেন ‘ফসল তোলার উৎসব’।

সম্প্রতি কুইচোও প্রদেশের সিংরেন এলাকায় লিইয়ু গ্রামে মিয়াও জাতির ‘ফসল তোলার উৎসব’ পালিত হয় জমজমাটভাবে। স্থানীয় পর্যটকরাও যোগ দেন উৎসবে।

শান্তা/শুভ

Share this story on

Messenger Pinterest LinkedIn