বাংলা

পুলান লোকজ পোশাক

CMGPublished: 2024-09-12 20:39:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লোকসংস্কৃতি অনেক সমৃদ্ধ। পুলান কাউন্টির পুলান লোকজ পোশাক হাজার বছর ধরে প্রচলিত রয়েছে। এই পোশাকের ওজন ২০ কেজির বেশি। এই পোশাক মণিমুক্তা, সোনা, রূপা, প্রবাল, কচ্ছপের খোলা, বিভিন্ন রকম ধাতু ও অন্যান্য বস্তু দিয়ে নকশা করা থাকে। মোম দিয়ে পালিশ করা থাকে।

লোকজ ঐতিহ্যবাহী এই পোশাক সিচাংয়ের অবৈষয়িক লোকজ সংস্কৃতির একটি অংশ। এই পোশাক এবং তাদের লোকজ সংস্কৃতির পরিবেশনা দেখতে অনেক পর্যটক পুলান কাউন্টিতে আসেন।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn