বাংলা

বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন চালু করলো হুয়াওয়েই

CMGPublished: 2024-09-11 19:45:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন চালু করেছে চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়েই। মঙ্গলবার দক্ষিণ চীনের শেনচেনে এই ফোনের উদ্বোধনী ঘোষণা করে হুয়াওয়েই। এই ফোনে ডুয়াল-হিং সিস্টেম এবং স্ক্রিন-বেন্ডিং বৈশিষ্ট্যের মতো বেশ কয়েকটি অগ্রসর প্রযুক্তিগত বিষয় রয়েছে।

হুয়াওয়েইর নির্বাহী পরিচালক ইয়ু ছেংতোং বলেছেন, প্রযুক্তির ধারাবাহিক উদ্ভাবন হলো ফোল্ডিং স্ক্রিন স্মার্টফোনের উন্নয়নে প্রাথমিক চালিকাশক্তি। এখানে শিল্পক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে।

গ্লোবাল মার্কেট রিসার্চ ফার্ম ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) জানিয়েছে, চীনের ভাঁজযোগ্য মোবাইল ফোনের বাজার ২০২৩ সালে শিপমেন্টে ১১৪. ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, শিপমেন্টের সংখ্যা ৭ মিলিয়ন ছাড়িয়েছে।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn