বাংলা

এয়ার চায়নার সি নাইন ওয়ান নাইন বিমানের মেইডেন ফ্লাইট সম্পন্ন

CMGPublished: 2024-09-11 19:57:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: এয়ার চায়নার প্রথম সি নাইন ওয়ান নাইন বিমান মঙ্গলবার তার প্রথম বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন করেছে। সি এ ১৫২৩ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং সাংহাই হংছিয়াও বিমানবন্দরে অবতরণ করে।

এটি দেশীয়ভাবে তৈরি সি নাইন ওয়ান নাইন বিমানের জন্য এয়ার চায়নার বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে।

সি নাইন ওয়ান নাইন একটি ন্যারো-বডি জেট এয়ারলাইনার যা কমার্শিয়াল এয়ারক্রাফ্ট কর্পোরেশন অফ চায়না ডিজাইন ও তৈরি করেছে - এটি চীনের বিমান শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এয়ার চায়নার সি ৯১৯ স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় একটি বৃহত্তর সর্বাধিক টেক-অফ ওজন এবং ইঞ্জিন থ্রাস্ট দিয়ে সজ্জিত, যা এটিকে দীর্ঘ পরিসরের ফ্লাইটের জন্য আরও উপযুক্ত করে তোলে। এই ক্ষমতাটি এর বাজারের প্রযোজ্যতা বাড়ায় এবং এটিকে বৈশ্বিক বিমান চলাচলের বাজারে একটি প্রতিযোগিতামূলক বিকল্প হিসাবে দাঁড় করিয়েছে।

শান্তা/ফয়সল

Share this story on

Messenger Pinterest LinkedIn